মাইজখা সেতু ধ্বংস, ময়মনসিংহ
ময়মনসিংহ জেলার অন্তর্গত ঈশ্বরগঞ্জ থানার একটি প্রত্যন্ত গ্রাম মাইজখা। এই গ্রামের কাছাকাছি মাইজখা রেলওয়ে সেতুর অবস্থান। গুরুত্বপূর্ণ এই সেতুতে একটি রাজাকার সেকশন পাহারারত ছিল। একই সাথে পাকবাহিনীর নিয়মিত পেট্রোল দল ট্রেনযোগে এই রেললাইন প্রহরায় নিযুক্ত ছিল।
১৫ অক্টোবর রাত ৯ টা থেকে ১০টার মধ্যে রেলওয়ে সেতু ধ্বংস করার সিদ্ধান্ত গৃহীত হয়৷ গ্রুপ কমান্ডো আবদুস সালাম ফকিরের নেতৃত্বে আক্রমণের কলাকৌশল নির্ধারিত হয়। স্থানীয় বাস্তব অবস্থার কারণে শেষ রাতের দিকে বিস্ফোরণের মাধ্যমে মুক্তিযোদ্ধারা সেতু এবং টেলিযোগাযোগ ব্যবস্থার ধ্বংস সাধন করে। সেতুর অদূরে পাহারারত রাজাকার দল মুক্তিবাহিনীর উপর ব্রাশ ফায়ার শুরু করলে এল এমজি ম্যান আবদুল হামিদ রাজাকারদের উপর এল এমজি ফায়ার শুরু করে। এই ফায়ারের আড়ালে মুক্তিবাহিনীর সদস্যগণ সহজেই অবস্থান ত্যাগ করে।
এই যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধারা হলেন- আবদুল সালাম ফকির, নূরুল ইসলাম, আবু তাহের মিয়া, হাবিবুর রহমান হিরু প্রমুখ।
[৫৯৫] ফিরোজ খায়রুদ্দিন
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত