ভাটিয়াপাড়ার আরও একটি যুদ্ধ, ফরিদপুর
২রা সেপ্টেম্বর, ১৯৭১। মুজিববাহিনীর কমান্ডার ইসমত কাদির গামার নেতৃত্বে প্রায় ৩০ জন মুক্তিযোদ্ধা ভাটিয়াপাড়া অয়ারলেস স্টেশনে পাকসেনাদের উপর আক্রমণ করে। সারারাত দু’পক্ষের মধ্যে বিরামহীনভাবে গুলি বিনিময় হয়। কিন্তু পাকসেনাদের তেমন কোন ক্ষতি সাধন করতে না পেরে রণে ভঙ্গ দিয়ে মুক্তিযোদ্ধারা ফিরে আসে। এই যুদ্ধে জয়নার নামে একজন মুক্তিযোদ্ধা শহীদ হয়। এলএমজি, দু’ইঞ্চি মর্টার, এসএলআর ও রাইফেল প্রভৃতি হাতিয়ার মুক্তিযোদ্ধারা এই যুদ্ধে ব্যবহার করে।
[১৫] রিয়াজ আহমেদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত