You dont have javascript enabled! Please enable it! 1971.09.29 | ভাবলা এলাকার অ্যামবুশ, টাঙ্গাইল - সংগ্রামের নোটবুক

ভাবলা এলাকার অ্যামবুশ, টাঙ্গাইল

ভাবলা এলাকাটি টাঙ্গাইল শহরের নিকটেই অবস্থিত। উক্ত এলাকার উপর দিয়ে প্রায়ই পাকসেনা ও পাক রেঞ্জার্স গাড়ি বহর নিয়ে টাঙ্গাইল থেকে অন্যত্র চলাচল করত। কাদেরিয়া বাহিনীর সদস্যরা ২১ সেপ্টেম্বর ভাবলা এলাকায় অ্যামবুশ পেতে শত্রু আগমনের জন্য অপেক্ষা করতে থাকে। মুক্তিযোদ্ধাদের রেঞ্জের মধ্যে পাক রেঞ্জার্স দলের গাড়ি আসা মাত্র মুক্তিযোদ্ধারা গাড়ি লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে। শত্রু হতাহতের সংখ্যা না জানা গেলেও গাড়ির ব্যাপক ক্ষতি সাধিত হয়।
এই অ্যামবুশে অংশগ্রহণ করেন – আহাম্মদ আলী মাস্টার, সুবেদার জিয়াউল হক, নূরুল ইসলাম, মুনছুর আলী ইদ্রিস আলী, লুৎফর রহমান, আলাউদ্দিন, আমির আলী, গফুর খাঁ, আবদুল হাই এবং সিদ্দিকুর রহমান প্রমুখ।
[৫৯৫] ফিরোজ খায়রুদ্দিন
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত