চাঁদপুর জেলার গণহত্যার তালিকা
ক্রমিক নম্বর | স্থানের নাম, ঠিকানা এবং জিআর, ম্যাপ শিট নম্বর | ঘটনার বর্ণনা |
১. | বাগাদী ইউনিয়নের গণহত্যা,
গ্রামঃ নানুপুর সুইচ গেইট, ইসলামপুর গাছতলা, পশ্চিম সকদী মাদ্রাসা, ও চর এলা নানুপুর, ইউনিয়নঃ বাগাদী, চাঁদপুর। ৭৮৮৬৩৭, ৭৯ আই/১২ |
২৪ সেপ্টেম্বর এ হত্যাকান্ড সংঘটিত হয়। এখানে ১৮ জন শহীদ হন। |
২. | ছোট সুন্দর গ্রামের গণহত্যা, ইউনিয়নঃ
রামপুর, চাঁদপুর। ৮৫৩৬৫৭, ৭৯ আই/১৬ |
৮ আগস্টে এ হত্যাকান্ডে ৩২ জন শহীদ হন। |
৩. | বাবুরহাট, দসদী ও শিলন্দিয়া গ্রামের গণহত্যা,
ইউনিয়নঃ কল্যাণপুর,চাঁদপুর। ৭৭৪৬৯৩, ৭৯ আই/১১ |
৬ ডিসেম্বর এ হত্যাকান্ডে ১৪ জন শহীদ হন। |
৪. | ফরিদগঞ্জের গণহত্যা-১,
গ্রামঃ মুন্সীর হাট, ইউনিয়নঃ সুবিদপুর ( প.) ফরিদ্গঞ্জ, চাঁদপুর। ৮৮৩৫৭২, ৭৯ আই/১৬ |
কোনো এক সময় এখানে নাম না জানা বহু লোক শহীদ হন। |
৫. | ফরিদগঞ্জের গণহত্যা-২,
গ্রামঃ ভাটিয়ালিপুর, চিরকা, ধানুয়া, ইউনিয়নঃ ৯ নম্বর গোবিন্দপুর ( উ. ) , ফরিদগঞ্জ, চাঁদপুর। ৮১৯৫৪৭, ৭৯ আই/১২ |
কোন এক সময়ে এখানে নাম না জানা বহুলোক শহীদ হন। |
৬. | আহম্মেদ নগর গ্রামের গণহত্যা-১,
গ্রামঃ কাদরা ( বর্তমান নাম আহমদ নগর ), ইউনিয়নঃ রায়শ্রী, থানাঃ শাহরাস্তি, চাঁদপুর। ১২২৬৭৫, ৭৯ এম/৪ |
ডিসেম্বরের ২য় সপ্তাহে এখানে হিন্দু-মুসলিমসহ ২৫ জন শহীদ হন। |
৭. | আহম্মেদ নগর গ্রামের গণহত্যা-২,
গ্রামঃ ফতেহপুর, ইউনিয়নঃ রায়শ্রী, থানাঃ শাহরাস্তি সদর, চাঁদপুর। ১২৫৬৩৬, ৭৯ মপস/৪ |
১৩ জুলাই ৫ জনকে নির্মমভাবে হত্যা করা হয়। |
৮. | রায়শ্রী গ্রামের গণহত্যা,
গ্রামঃ রায়শ্রী, ইউনিয়নঃ রায়শ্রী, থানাঃ শাহরাস্তি, চাঁদপুর। ১২২৬৫৫, ৭৯ এম/৪ |
১০ এবং ১৫ মে ২ টি হত্যাকান্ডে মোট ৭ জন শহীদ হন। |
৯. | সাচারের গণহত্যা,
গ্রামঃ সাচার, ইউনিয়নঃ সাচার, কচুয়া, চাঁদপুর। ৯৪৫৮৯৫, ৭৯ আই/১৫ |
শ্রাবণ মাসে এখানে গণহত্যায় এক শিশুসহ বেশ কিছু নাম না জানা লোককে হত্যা করা হয়। |
১০. | গৃদকালিন্দিয়া গ্রামের গণহত্যা,
ইউনিয়নঃ ৬ নম্বর রূপসা, ফরিদপুর, চাঁদপুর। ৮৫২৫৮৫, ৭৯ আই/১ |
জুন মাসের প্রথম সপ্তাহে ঘুমন্ত মানুষকে উঠানে দাঁড় করিয়ে ব্রাশফারারে হত্যা করা হয়। এখানে বেশ কিছু নাম না জানা লোক শহীদ হন। |
১১. | চরভাগল গ্রামের গণহত্যা,
ইউনিয়নঃ ১০ নম্বর দক্ষিণ গোবিন্দপুর, থানাঃ ফরিদপুর, চাঁদপুর। ৮০৩৫৪২, ৭৯ আই/১২ |
২৩ জুলাই এখানে এক গণহত্যায় বেশ কিছু নাম না জানা লোক শহীদ হন। |
১২. | দত্রা গ্রামের গণহত্যা,
ইউনিয়নঃ ৬ নম্বর গুপ্তি, থানাঃ ফরিদগঞ্জ, চাঁদপুর। |
১৫ জুলাই ৪ জনকে গুলি করে হত্যা করা হয়। |