You dont have javascript enabled! Please enable it! ব্রাহ্মণবাড়িয়া জেলার খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের তালিকা - সংগ্রামের নোটবুক

ব্রাহ্মণবাড়িয়া জেলার খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের তালিকা

১. মোঃ হাবিবুর রহমান , বীর-উত্তম, মঈন, ব্রাহ্মণবাড়িয়া সদর।
২. শহীদ শাফিল , বীর-উত্তম, আযমপুর, আখাউড়া।
৩. শহীদ নাছির উদ্দিন , বীর-উত্তম, মোহাম্মদপুর,ব্রাহ্মণবাড়িয়া সদর।
৪. লে জেনারেল ( অব. ) এ এস এম নাসিম, বীর-উত্তর, চাপৈর, ব্রাহ্মণবাড়িয়া, সদর।
৫. সুবেদার ( অব. ) শামছুল হক , বীর-বিক্রম, বলিবাড়ি, নবীনগর ।
৬. শহীদ আব্দুল মান্নান, বীর-বিক্রম, বলিবাড়ি, নবীনগর।
৭. মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী, বীর-বিক্রম, নবীনগর।
৮. ক্যাপ্টেন ( অব. ) আঃ হক ভূঁইয়া, বীর-বিক্রম, রাধানগর, আখাউড়া।
৯. গোলাম মোস্তফা, বীর-বিক্রম, কুটি, কসবা।
১০. নায়েব সুবেদার (অব.) আব্দুল খায়ের, বীর-বিক্রম, কালিকছ, সরাইল।
১১. মোঃ সাইদুল হক , বীর-প্রতীক, ঘাটিয়ারা, ব্রাহ্মণবাড়িয়া সদর।
১২. মেজর ( অব. ) জহিরুল হক খান, বীর-প্রতীক, সুহিলপুর, ব্রাহ্মণবাড়িয়া, সদর।
১৩. সুবেদার ( অব. ) আব্দুর রশিদ , বীরপ্রতীক, ভাটামাতা, আখাউড়া।
১৪. সুবেদার ( অব. ) মঙ্গল মিয়া, বীরপ্রতীক, ভাটামাতা, আখাউড়া ।
১৫. ক্যাপ্টেন ( অব. ) জাহাঙ্গীর ওসমান ভূঁইয়া, বীরপ্রতীক, ছতুরা শরীফ, আখাউড়া।
১৬. সুবেদার ( অব. ) আঃ মালেক, বীরপ্রতীক, দক্ষিণ পৈরতলা, ব্রাহ্মণবাড়িয়া, সদর ।
১৭. সুবেদার ( অব. ) আঃ আউয়াল , বীরপ্রতীক, মান্দারপুর,কসবা ।
১৮. সুবেদার (অব. ) শহিদুল হক , বীরপ্রতীক, তন্তর, আখাউড়া ।
১৯. এ দেলোয়ার হোসেন, বীরপ্রতীক, নীলখাদা, আখাউড়া।
২০. সুবেদার ( অব. ) মোঃ আবু তাহের, বীরপ্রতীক, কোড়াবাড়ি, ব্রাহ্মণবাড়িয়া, সদর ।
২১. মোঃ সামছুদ্দিন, বীরপ্রতীক, বিষ্ণুপুর, ব্রাহ্মণবাড়িয়া সদর।
২২. এ এম ইসহাক, বীরপ্রতীক, রাধানগর, আখাউড়া ।
২৩. সৈয়দ মোঃ রফিকুল ইসলাম , বীরপ্রতীক, রাঞ্ছারামপুর ।
২৪. মোঃ হাফিজ মিয়া, বীরপ্রতীক, রতনপুর, নবীনগর ।
২৫. মনসুরুল আলম দুলাল , বীরপ্রতীক, জাফরপুর, নবীনগর।
২৬. হাবিলদার ( অব. ) আব্দুস সোবহান , বীরপ্রতীক, চরলহনীয়, বাঞ্ছারামপুর।
২৭. নায়েব সুবেদার মোঃ হোসেন , বীরপ্রতীক, মোগড়া, আখাউড়া।
২৮. আব্দুল জব্বার , বীরপ্রতীক, মোগরাবাজার,আখাউড়া।
২৯. মোঃ আবু সালেক , বীরপ্রতীক, টানমান্দাইল, আখাউড়া ।
৩০. শহীদ আলমগীর কবির, বীরপ্রতীক, নারায়ণপুর, আখাউড়া ।