হোমনার সংঘর্ষ, কুমিল্লা
হোমনা থানায় অবস্থিত পাকসেনাদের একটি দলের সঙ্গে ৩ অক্টোবর রাত সাড়ে তিনটায় মুক্তিবাহিনীর একটি গেরিলা দলের সংঘর্ষ হয়। মুক্তিবাহিনীর গেরিলারা পাক সেনাদের দ্বারা বন্দি ১৯জঙ্কে মুক্ত করে দেয় এবং ৯টি রাইফেল দখল করে। এরপর হোমনা এলাকা মুক্তিবাহিনীর সম্পূর্ণ দখলে আসে।
[১৮] আবুল কাশেম হৃদয়
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত