You dont have javascript enabled! Please enable it! মো.আবদুল মোমিন, বীর বিক্রম (১৯৩১-১৯৭২) - সংগ্রামের নোটবুক

মো.আবদুল মোমিন, বীর বিক্রম (১৯৩১-১৯৭২)

মো. আবদুল মোমিন এসএসসি পর্যন্ত লেখাপড়া জানতেন। বাবার নাম হাজী হায়দার আলী মুন্সী মা নোয়াবজান বিবি। গ্রামের বাড়ি কামরাঙ্গা চাঁদপুর সদর। তিনি চাকরি করতেন পাকিস্তান সেনাবাহিনীতে সুবেদার পদে। পোস্টিং ছিল জয়দেবপুরে। ১৯৭১-এর ২৭ মার্চ তিনি যোগদান করেন মুক্তিযুদ্ধে। তখন তার বয়স ৪০ বছর। প্রথমে ৩নং সেক্টর ও পরে মেজর কে এম শফিউল্লাহর এস ফোর্সে যুদ্ধ করেন। ২য় ও ১১শ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এস ফোর্সের অন্তর্ভুক্ত ছিল। সুবেদার আবদুল মোমিন ২য় বেঙ্গল রেজিমেন্ট ছিলেন। বিভিন্ন স্থানে পাকিস্তানী সৈন্য ও তাদের তাবেদার বাহিনী রাজাকার, আল-শামস, বদরবাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে তিনি সাহসিকতার পরিচয় দেন। স্বাধীনতাযুদ্ধে বীরত্বপূর্ণ সাহসিকতার জন্য সুবেদার আবদুল মোমিন ‘বীর বিক্রম’ উপাধিতে ভূষিত হন।
৩০ জানুয়ারি ১৯৭২ ঢাকার মিরপুরে তাবেদার বাহিনীর বিরুদ্ধে এক রক্তক্ষয়ী সম্মুখ যুদ্ধে তিনি শহীদ হন। উল্লেখ্য যে ঢাকার মিরপুর ৩১ জানুয়ারি ১৯৭২ শত্রুমুক্ত হয়।
রিয়াজ আহমেদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত