বাংলাদেশ বিমানবাহিনী
১৯৭১ সালের ৮ অক্টোবর মুজিব নগর সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ বিমানবাহিনী গঠনের ঘোষণা দেয়। ১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তানি বিমানবাহিনীর অধিকাংশ বাঙালি সদস্য মুক্তিযুদ্ধে যোগদান করেন। ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান ভাগের সময় রয়েল ইন্ডিয়ান এয়ার ফোর্সের বিমান ও অন্যান্য সম্পদ ভারত ও পাকিস্তানের মধ্যে ভাগাভাগি।
রয়েল ইন্ডিয়ান এয়ার ফোর্সের প্রায় সকল স্থাপাই পাকিস্তানের সীমার মধ্যে ছিল। অধিকাংশ মুসলিম বিমান সেনাই পাকিস্তান এয়ার ফোর্সে যোগ দেন যাদের মধ্যে বেশ কিছু বিমান সেনা ছিলেন বাঙালি। তাঁদের কেন্দ্র করেই পাকিস্তান বিমানবাহিনীতে বাঙালি সেনাদল গড়ে ওঠে।
বাংলাদেশ বিমানবাহিনী একটি ডাকোটা বিমান, একটি ওটার ও একটি আলোটি হেলিকপ্টার নিয়ে যাত্রা শুরু করে। বিমান বাহিনীর প্রথম জনবল ছিলেন এয়ার কমোডর এ.কে খন্দকার।
[৭০১] তপন পালিত
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত