You dont have javascript enabled! Please enable it! হাড়িখালী মুক্তিযুদ্ধ, খুলনা - সংগ্রামের নোটবুক

হাড়িখালী মুক্তিযুদ্ধ, খুলনা

তেরখাদা মুক্ত হবার পর মুক্তিযোদ্ধারা খুলনা শহর দখলের উদ্দেশ্য অগ্রসর হবার পথে যখন মুক্তিযোদ্ধারা চিত্রা নদী পার হয়ে হাড়িখালী নামক স্থানে পৌছে তখন নদীর অপর পাড়ে (মোল্লাহাটের পাড়ে) চানপুর নামক স্তানে আক দল রাজাকার মুক্তিযোদ্ধাদের উপর আক্রমণ চালায়। সারারাত উভয়ের মধ্যে গুলি বিনিময় হয়। ভোর হওয়ার আগেই রাজাকাররা সরে যায়। এরপর মুক্তিযোদ্ধারা নির্বিঘ্নে পালের হাট পযন্ত অগ্রসর হয়। তবে এই যুদ্ধে মুক্তিযোদ্ধাদের প্রচুর গোলাবারুদ খরচ হয়। ফলে তাদের খুলনা শররে আক্রমণ অসম্ভব হয়ে পড়ে। তবে এই সময় ভারত থেকে সরদার আমির হোসেনের নেতৃত্বে মুকিযোদ্ধাদের একটি গ্রুপ গোলাবারুদ নিয়ে এসে এই দলের সাথে যোগ দিলে গলাবারুদের সমস্যা সমাধান হয়।

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত