সোনারগাঁ পার্ক অপারেশন, নারায়ণগঞ্জ
১৩ আগস্ট নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা কমান্ডার আব্দুল মালেকের নেতৃত্বে থানা অর্গানাইজার সুলতান উদ্দীন মোল্লা বাদশা,মোশারফ হোসেন,কাজী রফিক,মীর মোতাহার,সহকারী গ্রুপ কমান্ডার হাবিবউল্লাহ,হাসমত,শামসু,আব্দুল খালেক,শফিকুর রহমান,আব্দুল বাতেন মোল্লা, মো. আলীর গ্রুপ-আউয়াল,মজিবর রহমান,সোহেল,সিরাজ মাস্টার,মো. আনোয়ার হোসেন,মোমিন প্রমুখ মুক্তিযোদ্ধা হালিম মেম্বারের বাড়ির সামনে অর্জুনদি ঘাট থেকে নৌকাযোগে আদমপুর আসেন। ঐখান থেকে তারা পায়ে হেঁটে রাত ১০তায় সোনারগাঁ পার্কে আসেন। থানা কমান্ডার আব্দুল মালেকের নির্দেশে কিছু মুক্তিযোদ্ধা একটি ধানক্ষেতে পজিশনে নেন। এর পূর্বে মুক্তিযোদ্ধারা তিন রাস্তায় তিনটি পার্সোনা মাইল পুঁতে রাখেন। একটি সোনারগাঁ থানার রাস্তার মাথায়, পার্ক থেকে সিএনবি রোডের মাথায় একটি,অন্যটি আমগাছের তলায় এবং পার্ক থেকে পানাম রাস্তার মাথায় এনটি ট্যাংক মাইন পুতে রাখা হয়। থানা থেকে পাক সেনারা সিএনবি রোডের দিকে জিপে চড়ে আসার সময় সোনারগাঁ থানার রাস্তার মাথার এনটি পার্সোনাল মাইনটি বাস্ট হয়ে যায়। এতে ৪/৫ জন পাক আর্মি ঘটনাস্থলেই মারা যায়। পেছনের আরেকটি জিপ হতে পাক আর্মি ঘটনাস্থলেই মারা যায়। পেছনের আরেকটি জিপ হতে পাক আর্মিরা এলোপাতাড়ি ফায়ার করলে মোশারফ নামে এম মুক্তিযোদ্ধা পাকসেনাদের লক্ষ্য করে গ্রেনেড ছুড়ে মারে। ফলে পাকসেনারা পিছু হটে। এ সুযোগে মুক্তিযোদ্ধারা পিছু হটে আসে।
[১১০] রীতা ভৌমিক
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত