সুতালড়ি গ্রামের যুদ্ধ, মানিকগঞ্জ
১৯৭১ এর ১৫ অক্টোবর রাত ৯ টার সময় হানাদার বাহিনী মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানাধীন সুতালড়ি গ্রাম আক্রমণ করলে সেখানকার মুক্তিযোদ্ধারা প্রবলভাবে তাদের প্রতিহত করে। ঐ রাত্র হতে পরদিন সকাল ১০ টা পর্যন্ত যুদ্ধ চলে এবং হানাদার বাহিনী যুদ্ধে বিশেষ সুবিধা করতে না পেরে পালিয়ে যায়। এরপর ১৭ অক্টোবর তারা ব্যাপকভাবে শক্তিশালী হয়ে পুনরায় সুতালড়ি গ্রামে আক্রমণ চালায়। কিন্তু এবারেও মুক্তিযোদ্ধাদের প্রবল বাধার সামনে টিকতে না পেরে পাকবাহিনী পিছু হটতে বাধ্য হয়। দু-দুবার সুতালড়ি গ্রাম দখলে ব্যর্থ হয়ে প্রায় তিনশ পাকসেনা গানবোটে সজ্জিত হয়ে সুতালড়ির পার্শ্ববর্তী রং বাজ, খামারডিঙ্গি, ইব্রাহীম্পুর, দৌলতপুর প্রভৃতি স্থান দখলের চেষ্টা করে। কিন্তু এক্ষেত্রেও তারা মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের সম্মুখীন হয় এবং ফিরে যেতে বাধ্য হয়। সুতালড়িসহ অন্যান্য রণক্ষেত্রে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন যেসব মুক্তিযোদ্ধা তাদের মধ্যে অন্যতম হলেন খন্দকার লিয়াকত আলী, আব্দুল হাকিম, রকীব বজলুর হুদা, শহীদ মাহফুজুর রহমান, শহীদ নওশের বাবু, আবুল কাশেম, সোহরাব, গোলাম মহিউদ্দিন, অমিত নাগ, হাকিম উদ্দিন, ওহাব, আবুল বাসার, হারুনূর রশীদ, শুকুর চৌধুরী, শামসুদ্দিন, সিদ্দিক, শাহ আলম এলমেছ প্রমুখ।
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত