সুতালড়িতে পাকবাহিনীর লঞ্চ আক্রমণ, মানিকগঞ্জ
মানিকগঞ্জ জেলার সর্বদক্ষিণে পদ্মার পাড়ে হরিরামপুর থানার একটি গ্রাম সুতালড়ি। ১৯৭১ এর ২৪ সেপ্টেম্বর পাকিস্তানি সেনারা হরিরামপুরের হরিণা ক্যাম্প হতে সুতালড়ি গ্রামের উদ্দেশ্যে লঞ্চযোগে রওনা হলে সেখানকার মুক্তিযোদ্ধারা তাদের লঞ্চ আক্রমণ করে এবং হানাদাররা ফিরে যেতে বাধ্য হয়। এই ঘটনার পর শত্রুসেনারা প্রতিশোধ নিতে পরে সুতালড়ি গ্রামে প্রবেশ করে এবং বেশ কয়েকটি বাড়িঘর পুড়িয়ে দেয় ও লোকজনকে গুলি করে হত্যা করতে শুরু করে। মুক্তিযোদ্ধারা প্রতিরোধ করার জন্য পাকসেনাদের উপর আক্রমণ চালায়। দুই পক্ষে প্রচন্ড যুদ্ধ হয়। কিন্তু বেশ কিছু সময় যুদ্ধ হওয়ার পর পাকসেনাদের আধুনিক মরনাস্ত্রের আক্রমণের মুখে মাত্র ৭/৮ টি রাইফেল নিয়ে টিকতে না পেরে পিছু হটতে বাধ্য হয়।
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত