সেওতা ব্রিজ এলাকার যুদ্ধ, টাঙ্গাইল
টাঙ্গাইল থেকে বিতাড়িত ২/৩ শ পাকসেনার একটি দল গ্রামের ভিতর দিয়ে ঢাকা আসার চেষ্টা করে। ১৩ ডিসেম্বর ভোরে পাকসেনাদের এই দলটি যখন মানিকগঞ্জ জেলা সদরের নিকট সেওতা ব্রিজের কাছে আসে তখন মানিকগঞ্জের মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন খানের নেতৃত্বে ২০০ মুক্তিযোদ্ধা পাকসেনাদের উপর আক্রমণ করে। প্রায় দু ঘন্টা ধরে মুক্তিবাহিনীর সাথে পাকসেনাদের যুদ্ধ চলে এবং এক পর্যায়ে মুক্তিযোদ্ধাদের আক্রমণের সামনে টিকতে না পেরে পাকসেনারা পালিয়ে যায়। এরপরই মানিকগঞ্জ শহর মুক্তিযোদ্ধাদের দখলে আসে।
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত