সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশনের পশ্চিম পার্শ্বে টাওয়ার ধ্বংস, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা কামান্ডার মো. ইসলামের নেতৃত্বে মোহর আলী,মোমতাজউদদ্দীন ভুঁইয়া,নুরুল ইসলাম,সিরাজুল ইসলাম মিলিত হয়ে এপ্রিলের মাঝামাঝি সময়ে জালকুড়ি গ্রাম হতে রাত ৮টায় সিদ্ধিরগঞ্জে পাওয়ার স্টেশনের পশ্চিম পার্শ্বে ডিএনডি প্রজেক্টের ভেতরে (ঢাকা,নারায়ণগঞ্জ,ডেমরা) অপারেশন স্থলে যান। ৩৩ হাজার ভোল্টের একটি টাওয়ারের গোড়ার তিন দিক হেক্সোব্লেড দিয়ে কেটে ফেলেন। টাওয়ারটি কাত হয়ে মোমতাজউদ্দিনের পায়ে পড়ার উপক্রম হতেই অন্য মুক্তিযোদ্ধারা তাকে হ্যাচকা টানে সরিয়ে আনেন। নইলে টাওয়ারটির তার পায়ের উপর পরে যেত। সহযোদ্ধাদের সতর্কতায় মুহূর্তেই একটি বড় দুর্ঘটনার হাত থেকে বেচে যান মোমতাজউদ্দিন। টাওয়ারটি আরও তিনটি টাওয়ার নিয়ে মাটিতে পড়ে যায়। সাথে সাথে সারা ঢাকা শহর অন্ধকারে তলিয়ে যায়। ঘন্টাখানেক পর বিবিসি হতে এই সংবাদটি প্রচার করা হয়।
[১১০] রীতা ভৌমিক
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত