You dont have javascript enabled! Please enable it! সিংড়া রেলব্রীজ অপারেশন, গাইবান্ধা - সংগ্রামের নোটবুক

সিংড়া রেলব্রীজ অপারেশন, গাইবান্ধা

বোনারপাড়া-তিস্তামুখঘাট রেলপথে পদুমশহর ইউনিয়নে এই ব্রীজের অবস্থান। এই ব্রীজের নিরাপত্তার জন্য ২০জন রাজাকার পাহারারত থাকতো। রাজাকাররা ব্রীজের পার্শ্ববর্তী গ্রামের জনগণের হাঁস-মুরগী,গরু-ছাগল ধরে আনত।জোর করে চাল –ডাল নিয়ে আসত। ব্রীজ অতীক্রমকারী পথচারীকে নানাভাবে একসাথে হয়রানি করতো। তাদের টাকা পয়সা, ঘড়ি, সাইকেল,কেড়ে নিত। তাদের অত্যাচার থেকে গ্রামবাসীকে রক্ষা করার জন্য রোস্তাম কোম্পানী অক্টোবরের প্রথম দিকে ব্রীজের রাজাকার বাহিনীকে আক্রমণ করে। এই আক্রমণে ১৭-জন রাজাকার নিহত হয়। তিনজন অস্ত্র ফেলে পালিয়ে যায়।
[৫৮০] ড.মোঃ মাহবুবর রহমান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত