You dont have javascript enabled! Please enable it! সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি গ্রামের পশ্চিম-দক্ষিণ কোণে বিদ্যুৎ লাইন বিচ্ছেদকরণ - সংগ্রামের নোটবুক

সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি গ্রামের পশ্চিম-দক্ষিণ কোণে বিদ্যুৎ লাইন বিচ্ছেদকরণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন থেকে এই বিদ্যুৎ লাইনটি ফতুল্লার সঙ্গে যুক্ত ছিল। জালকুড়ি গ্রামের পশ্চিম-দক্ষিণ কোণে বিদ্যুৎ লাইনটি অকেজো করে দেবার জন্যে সিদ্ধিরগঞ্জ থানা কমান্ডার মো.ইসমাইলকে হোসেনের নেতৃত্বে মোমতাজউদ্দিন ভুঁইয়া, মহিউদ্দিন,আজিজ দেওয়ান , মালেক দেওয়ান, জালকুড়ি গ্রাম থেকে অপারেশন স্থানে যান। মাটি থেকে ৩ফুট উপরে থামের মধ্যে এক্সপ্লোসিভ লাগিয়ে ডেটোনেটের ফিট করে আগুন ধরিয়ে দেন। তারা ১০০ ফুট দূরে এ্যামবুশ করে থাকেন। কিছুক্ষন পর এটা বিস্ফোরিত হয়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। মহিউদ্দিন তা পরীক্ষা করার জন্য ছেঁড়া তারে হাত দিতে গেলে মোমতাজউদ্দিন ভুঁইয়া তার হাত টেনে ধরেন। এর মধ্যে তারটি আবার বিস্ফোরিত হয়। মুক্তিযুদ্ধারা তৎক্ষণাৎ ঐ স্থান ত্যাগ করে নিরাপদ স্থানে ফিরে আসেন।
[১১০] রীতা ভৌমিক

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত