You dont have javascript enabled! Please enable it! 1971.12.08 | সাজাপুরের অভিযান,বগুড়া - সংগ্রামের নোটবুক

সাজাপুরের অভিযান,বগুড়া

শহর থেকে দক্ষিণে আনুমানিক প্রায় ৬/৭ কিলোমিটার এবং বগুড়া ক্যান্টনমেন্ট থেকে ৩কিলোমিটার উত্তরে সাজাপুর সদর থানা অবস্থিত। সাজাপুরের অবস্থিত সাজাপুর মাদ্রাসাটি পাকবাহিনীর একটি অস্থায়ী ক্যাম্প হিসেবে ব্যবহৃত হতো। এই ক্যাম্পে রাজাকারদের প্রশিক্ষণ দেয়া হত এবং মুক্তিযোদ্ধা সদস্য হিসেবে সন্দেহভাজন নিরীহ মানুষকে ক্যাম্পে আটকিয়ে রেখে তাদের উপর অমানুষিক নির্যাতন চালাত তাই মুক্তিযোদ্ধারা এই ক্যাম্প আক্রমণের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ৮ডিসেম্বর ১৯৭১ সালে ৫০/৬০ জন মুক্তিযোদ্ধা তিনটি উপদলে বিভক্ত হয়ে মাদ্রাসার উদ্দেশ্যে যাত্রা করে। এবং সকাল ৭.০০ টার সময় লক্ষ্য স্থানে পৌছে মাদ্রাসার উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে পরিকল্পনা অনুযায়ী মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর ক্যাম্পের উপর আকস্মিকভাবে প্রচন্ড গুলিবর্ষণ শুরু করে। আকস্মিক আক্রমণের ফলে হতবিহবল রাজাকাররা পালানোর চেষ্টা করলে তাদের ২০/২২ জন নিহত হয়। তবে মুক্তিযোদ্ধাদের হতাহত হওয়ার কোনো সংবাদ পাওয়া যায়নি।
[৫৯৭] চাঁদ সুলতানা কাওছার

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত