You dont have javascript enabled! Please enable it! 1971.07.10 | সারি নদীতে আরেকটি সেতু ধ্বংস, সিলেট - সংগ্রামের নোটবুক

সারি নদীতে আরেকটি সেতু ধ্বংস, সিলেট

সারি নদীটি অবস্থিত সিলেট তামাবিল শিলং সড়কের বুকে। এই নদীর উপর সেতু ধবংসের জন্য গঠিত হয় একটি দল।এতে নেতৃত্ব দেন ক্যাপ্টেন মুত্তালিব। ১০ জুলাই রাত বারোটার সময় মুক্তিবাহিনী স্থাপন করল সেতুতে বিস্ফোরক দ্রব্য। সেতুতে বিস্ফোরক দ্রব্য স্থাপন করার পর মুক্তিনাহিনী নিরাপদ দূরত্বে গিয়ে অগ্নিসংযোগ করে সারি ধবংস করে সারি নদীর সেতু। এই অপারেশনে একটি গুলি ব্যয় না করেও মুক্তিযোদ্ধারা সফল হয়।
[৫৫] নিবেদিতা দত্ত

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত