সারলিয়া দিঘিতে যুদ্ধ,পার্বত্য চট্টগ্রাম
পার্বত্য চট্টগ্রামের লংদু ও মাইনী মুখ এলাকা থেকে পিছু হটে পাকদোসর বাহিনী সারলিয়া দিঘিতে মুক্তিবাহিনীর প্রতিরক্ষা ব্যুহর উপর অতর্কিতে আক্রমণ করে। ৭নভেম্বর ভোর ৪:৪৫ মিনিটে তারা আক্রমণ চালায়। ইপিআর হাবিলদার শহীদ এই আক্রমণ প্রতিহত করার প্রাণপণ চেষ্টা করেন। পাকবাহিনীর তীব্র হামলায় হাবিলদার শহীদসহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা পাকিস্তানী বাহিনীর হাতে বন্দি হন,পরে পাকবাহিনী হাবিলদার শহীদকে হত্যা করে।
[৫৯৭] কে.এম.আহসান কবীর
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত