You dont have javascript enabled! Please enable it! রেয়াজউদ্দিন বাজারে গ্রেনেড নিক্ষেপ, চট্টগ্রাম - সংগ্রামের নোটবুক

রেয়াজউদ্দিন বাজারে গ্রেনেড নিক্ষেপ, চট্টগ্রাম

চট্টগ্রামে রেয়াজউদ্দীন বাজারের আশেপাশে পাকসেনাদের উপস্থিতি ছিল লক্ষনীয়। লোকমান হোসেনের নেতৃত্বে এফ-১৩৭ গ্রুপ পাক সেনাদের উপর গ্রেনেড নিক্ষেপের সিদ্ধান্ত নেন। সকাল সাতটার দিকে মোগলটুলি বাজার থেকে গায়ে চাদর, পরনে লুঙ্গি, হাতে বাজারের ব্যাগ নিয়ে তিনি রেয়াজউদ্দিন বাজারে আসেন। বাজারের পৌঁছে তিনি কিছু আলু ও সবজি কিনে এতে গ্রেনেড লুকিয়ে রাখেন। অনেকক্ষণ পাকসেনাদের জন্য অপেক্ষা করে ১০ টার দিকে দেখা পান। তবে নিরীহ ডিম বিক্রেতার জন্য পাকসেনাদের উপর গ্রেনেড চার্জ করা সম্ভব হয়নি, কারন পাকসেনারা ডিম কিনছিল। পরে তিনি অন্য গলির মধ্যে পাকসেনাদের দেখা পান ও গ্রেনেড নিক্ষেপ করেন।

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত