রাধানগর কমপ্লেক্সের যুদ্ধ, সিলেট
রাধানগর কমপ্লেক্সের যুদ্ধ সিলেট জেলার ৫ নং সেক্টরের অন্যতম প্রধান একটি যুদ্ধ। সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত রাধানগর এক সময় রণক্ষেত্রে পরিণত হয়। দেশপ্রেমে অনুপ্রাণিত স্থানীয় মুক্তিবাহিনী ৫ নং সেক্টর ট্রুপস, ৩ ইস্ট বেঙ্গলের সৈনিক এবং মিত্রবাহিনীর সৈনিকরা অসাধারণ সাহস ও বীরত্বের পরিচয় দেয়। শক্তিশালী পাকিস্তান বাহিনীর অবস্থানে রাধানগর ৩০ নভেম্বর মুক্তিবাহিনীর দখলে আসে।
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত