You dont have javascript enabled! Please enable it! 1971.11.27 | রাজাপুর থানায় যুদ্ধ, বরিশাল - সংগ্রামের নোটবুক

রাজাপুর থানায় যুদ্ধ, বরিশাল

[বরিশাল] রাজাপুর থানা আক্রমণ করে। কয়েক ঘণ্টা ধরে যুদ্ধ চলে। পাকসেনাদের ঘাঁটি সুরক্ষিত ছিল। মুক্তিযোদ্ধারা পিছু হটে যায়। এ সংঘর্ষে রাজাপুর থানার সংসাগরের রাজ্জাক শহীদ হন। ২৭ নভেম্বর ক্যাপ্টেন শাহজাহান ওমর পুনরায় রাজাপুর থানা আক্রমণ করেন। এ আক্রমণে ক্যাপ্টেন ওমরের পায়ে গুলি লাগে এবং এ অবস্থায় তিনি ডিসেম্বরের ৯ তারিখ পর্যন্ত পর পর কয়েক টি যুদ্ধ চালিয়ে যান। ৯ ডিসেম্বর বাকেরগঞ্জ থানা পতনের সাথে রাজপুর থানা ও শাহজাহান ওমর দখল করে নেন।

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত