You dont have javascript enabled! Please enable it! 1971.03.24 | রাজশাহীতে প্রথম সশস্ত্র লড়াই - সংগ্রামের নোটবুক

রাজশাহীতে প্রথম সশস্ত্র লড়াই

মেজর রফিকুল ইসলাম, পিএসসি বলেন, রাজশাহীতে প্রথম মুক্তিযুদ্ধের সশস্ত্র লড়াই শুরু হয়। তিনি বলেন, ১৯৭১ সালে পাকবাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র লড়াই
শুরু হয় রাজশাহীর রহনপুরে। ৭১ সালের ২৩ মার্চ একজন পাঞ্জাবী ক্যাপ্টেনের নেতৃত্বে কয়েক জন সৈন্য রহনপুর ইপিআর ক্যাম্পে সৈন্যদের নিরস্ত্র করতে গেলে বাঙালি সৈন্যরা পাঞ্জাবী সৈন্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পরদিন ২৪ মার্চ একজন ক্যাপ্টেনের নেতৃত্বে কয়েকজন ঘটনা তদন্ত করতে গেলে বাঙালি হাবিলদার আক্কাস পাঞ্জাবী ক্যাপ্টেনকে গুলি করে হত্যা করেন। ২৩ মার্চের গুলি বর্ষণ এবং ২৪ মার্চের পাঞ্জাবী ক্যাপ্টেনকে হত্যার মধ্যদিয়ে পাক বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র লড়াই শুরু করে মুক্তি পাগল বাঙালি

[৬১] মনসুর আহমেদ খান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত