রসুলপুর পাকিস্তানী ক্যাম্প আক্রমণ, গাইবান্ধা
গাইবান্ধা জেলার সদর থানার রসুল্পুরে পাকিস্তানীদের শক্ত স্থায়ী কাম্প ছিল। ব্রহ্মপুত্র নদীর সমান্তরালে নির্মিত বাঁধটি কাউনিয়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত প্রলম্বিত। সেই বাধটি ছিল যোগাযোগের বিকল্প রাস্তা। এই জন্যই পাকিস্তানীদের সামপ্রিক কৌশলগত দিক বিবেচনায় এই বাঁধ দিয়েই। অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে এক রাতে মুক্তিযোদ্ধারা এই ক্যাম্পে আক্রমণ করে। প্রায় তিন ঘন্টা যুদ্ধ শেষে শত্রু কাম্প ছেড়ে পলায়ন করে।
[৫৯৬] অমিত কুমার বিশ্বাস
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত