রাউজান মোগদাই রাজাকার ক্যাম্প অভিযান, চট্টগ্রাম
চট্টগ্রামের রাউজান থানার মোগদাই নামক স্থানের রাজাকার ক্যাম্পে অভিযান করা হয়েছিল কারণ এই রাজাকার ক্যাম্প থেকে পাকবাহিনীকে সহযোগিতার ফলে মুক্তিযোদ্ধাদের অনেক বিব্রতকর অবস্থানে পড়তে হয়েছিল। ক্যাপ্টেন করিমের নেতৃত্বে ২০ থেকে ২২ সেপ্টম্বরের মধ্যে ১২/১৪ জন মুক্তিযোদ্ধা দল এই অভিযান পরিচালনা করেন। তারা দুই ভাগে বিভক্ত হয়ে ১ম দল রাজাকার ক্যাম্পের প্রবেশ মুখে অবস্থান নেন। ২য় দল ক্যাম্পের উত্তর দিকের জঙ্গলে অবস্থান নেন। ১ম দল প্রথমে গুলিবর্ষণ করে, শত্রুরা কেউ বের না হলে উভয় দল একসাথে মিলিত হন। এরমধ্যে শত্রুরা সরে গিয়ে উত্তর দিকের ঝোপে অবস্থান নেয় ও মুক্তিযোদ্ধাদের ঘিরে ফেলে। মুক্তিযোদ্ধারাও পাল্টা গুলিবর্ষণ করতে থাকেন, এক পর্যায়ে রাজাকাররা পিছু হটে উত্তর দিকে চলে যায়।
[৫৯৭] কে.এম. আহসান কবীর
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত