মুলাডুলি ইউনিয়ন-মাঝগ্রাম যুদ্ধ, পাবনা
মুলাডুলি ইউনিয়নের মাঝগ্রাম পাবনা জেলায় অবস্থিত। মুলাডুলি ইউনিয়নের মাঝগ্রামে রাজাকারদের ক্যাম্প ছিল। এই ক্যাম্প থেকে রাজাকাররা গ্রামের সাধারণ মানুষের ওপর অত্যাচার চালাতো। ফলে মুক্তিযোদ্ধারা এই ক্যাম্প আক্রমণের পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক ১২ নভেম্বর মুলাডুলি ইউনিয়নের মাঝগ্রামের মুক্তিযোদ্ধারা অবস্থান নেয়। মুক্তিযোদ্ধা মুলাডুলি রাজকার ক্যাম্পের রেকিসহ যাবতীয় কাজ শেষ করে ১৩ নভেম্বর আক্রমণের সিদ্ধান্ত নেয়। আক্রমণের জন্য সমস্ত কিছু শেষ করার পর রাজাকাররা হঠাৎ করে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প আক্রমণ করে। মুক্তিযোদ্ধারা ঐ সময় বিচ্ছিন্ন অবস্থান থাকার কারণে তাদের ওপর প্রতিআরক্রমণ করা সম্ভব হয়নি। এই যুদ্ধে আব্দুল মান্নান নামে একজন মুক্তিযোদ্ধা শহীদ হন
[৫৯৭] চাঁদ সুলতানা কাওছার
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত