You dont have javascript enabled! Please enable it! মুন্সিগঞ্জ জেলা কমলাঘাট বন্দরে রাজাকার নিধন - সংগ্রামের নোটবুক

মুন্সিগঞ্জ জেলা কমলাঘাট বন্দরে রাজাকার নিধন

মুন্সিগঞ্জ জেলা কমলাঘাট বন্দরে সেপ্টেম্বর মাসের শেষের দিকে সিরাজুল ইসলামের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা গেরিলা আক্রমণে রাজাকারদের ৭ জনকে বন্দি করেন। জানে আলম, মাহফুজুর রহমান এই অপারেশনে অংশগ্রহণ করেন। ফতুল্লা সৈয়দপুর গ্রামের মোঃ মোসলেহউদ্দীনের বাড়ি হতে নৌকাযোগে মুক্তিযোদ্ধারা সকাল ১০টার দিলে কমলাঘাট বন্দরে আসে। অতর্কিত রাজাকার ঘাঁটিতে আক্রমণের ফলে রাজাকাররা মুক্তিযোদ্ধাদের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়। মুক্তিযোদ্ধারা ৭ জন রাজাকারকে বন্দি অবস্থায় সৈয়দপুর গ্রামে নিয়ে ৬ জনকে হত্যা করেন। বাকি ১ জন একেবারে কমবয়সী হওয়ার ক্ষমা করে দেন।
[১১০] রীতা ভৌমিক

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত