You dont have javascript enabled! Please enable it! 1971.11.29 | বেহেলী মুক্তিবাহিনী ক্যাম্পে যুদ্ধ, জামালগঞ্জ - সংগ্রামের নোটবুক

বেহেলী মুক্তিবাহিনী ক্যাম্পে যুদ্ধ, জামালগঞ্জ

১৯৭১ সালের ২৯ নভেম্বর। জামালগঞ্জ তাহিরপুরে পাক বাহিনীর যাতায়াতের বাঁধা দেয়ার জন্য কমান্ডার জিয়াউদ্দিন ও গোলাম রসুলসহ একদল মুক্তিযোদ্ধাকে পাঠানো হয় বেহেলীতে। তারা অবস্থান নেন রাধানগর অঞ্চলে। হঠাৎ জামালগঞ্জ থেকে তাহিরপুরগামী একদল পাক সৈন্য বেহেলী মুক্তিযোদ্ধাদের ক্যাম্প আক্রমণ কর এবসে। মুক্তিযোদ্ধারাও প্রতিরোধ করে। সারাদিন যুদ্ধ চলে। অবশেষে মুক্তি বাহিনীর বুহ্য ভেদ করতে না পেরে পাক বাহিনী পিছু হটে। পরদিন পাক-সৈনিকরা আবারো বেহেলী মুক্তিবাহিনী ক্যাম্প আক্রমণ করে কিন্ত এবারও ব্যর্থ হয়ে ফিরে যায়। তৃতীয় দিনেও একই অবস্থা। শেষ পর্যন্ত পাক বাহিনী বিমান হামলা চালায়। মুক্তিযোদ্ধারা সরে যেতে বাধ্য হয়। পাক বাহিনী লাউয়ের গড় ও রাজার গায়ে বোমা ফেলে। এতে ১ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। এছাড়া আফতাব উদ্দিন নামে ১ জন আহত হয়ে অন্ধ অবস্থায় বেঁচে থাকেন।
[৫৭] রিয়াজ আহমেদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত