বেদেরবাড়ি যুদ্ধ, মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জ জেলার সদর থানার প্রায় ২ কি মি দক্ষিণ পূর্বে ব্রক্ষপুত্র নদের পারে একটি গ্রামের নাম মুন্সিরহাট। মিত্রবাহিনীসহ মুক্তিযোদ্ধাদের প্রচন্ড আক্রমণের চাপে পাকিস্থানী সেনারা পশ্চাওদসরন করতে থাকে। তারা কেন্দ্রমুখী হতে গিয়ে চর কেরওয়ার গ্রামের দিকে রওনা দেয়। কিন্তু যাওয়ার পথে নদী পার হতে গিয়ে বেশ বিপত্তির মধ্যে পরে। পারাপ্রে ব্যস্ত সেনাদের উপর মুক্তিযোদ্ধারা অতর্কিত হামলা করেন। শেষ পর্যন্ত শত্রু বুরথ হয়ে মুন্সিগঞ্জে ফিরে আসে। ৭ ডিসেম্বর মিত্রবাহিনীর একটি জঙ্গি বিমান ঢাকা শহরে বোমাবরশন করতে এসে বিদ্ধস্ত হয়। বিমানের পাইলট স্কোয়াড্রন লীডার কে ডি মেহতা হরিরাম্পুরে থানার অদূরে প্যারাসুট দিয়ে আহত অবস্থায় পাওয়া যায়। ৮ ডিসেম্বর কয়েকজন মুক্তিযোদ্ধা তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান এর জন্যে আগরতলায় পৌছানোর উদ্দেশ্যে গজারিয়া অভিমুখে রওনা দেয়। এই মুক্তিযোদ্ধারা গজারিয়া থানা থেকে গানবোট যোগে পাকিস্থানী সেনাদের দেখতে পায়। শত্রুর গানবোট মেঘনা নদীর কালিপুরা লঞ্চঘাটের নিকট আসতেই মিত্রবাহিনীর জঙ্গি বিমানের কোপানলে পড়ে। সঙ্গে সঙ্গে শুরু হয় বোমাবরষন। শত্রুও গানবোট থেকে পালটা গুলিবর্ষণ করে। চলৎশক্তি হারিয়ে গানবোট টি চরে গিয়ে আটকে এবং পাকিস্থানী সেনাদের বেশ ক্ষয়ক্ষতি হয়। গানবোটে আগুন ধরে যায়। তারা নদ্রী মাঝখানে চরে আশ্রয় নেয়। বেঁচে থাকা শত্রু চরে লুকিয়ে থাকে। তারা প্রাণে বাচবার পথ খুজতে থাকে। শেষ অবদি এদের কয়েকজন ছাড়া সে পথ তাঁরা খুঁজে পায় নি।
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত