বাহুবল থানা মুক্ত, হবিগঞ্জ
৫নম্বর সেক্টরের বালাত সাব সেক্টরের মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর কাইয়ুম ৩ ডিসেম্বর বাহুবল থানা আক্রমণ করে। এই দিন তুমুল যুদ্ধের পর পাকিস্থানী বাহিনী শ্রীমঙ্গলে চলে যায়। এবং মুক্তিযোদ্ধাদের হাতে কয়েকজন দালাল পুলিশ ধরা পড়ে ৪ ডিসেম্বর বাহুবল থানা সংলগ্ন সদরে মুক্তিযোদ্ধা ড মুজিবুর অরহমান চৌধুরী স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করে। কিন্তু মিরপুর এলাকায় তখনও অনেক রাজাকার মিলিশিয়া ছিল।এসময় অত্র এলাকায় বাদেশ্বর ইউনিয়নের এম হাহেম তাঁর দল নিয়ে গেরিলা হামলা পরিচালনা করেন।পরে সুবেদার জব্বারের নেতৃত্বে সুবেদার সামসুল হুদা ও জালাল উদ্দিন আহমদ চুনারুঘাট ও হবিগঞ্জের বিভিন্ন অঞ্চলে গেরিলা হামলা পরিচালনা করে বাহুবলের মিরপুর যান। সেখানে থেকে ১৮ ডিওসেম্বর বাহুবল সরবত্রে জালা আহমদ স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।বাহুবল থানার সার্বিক দায়িত্ব পালন করেন জাহেদ উদ্দিন চৌধুরী।
[৬৩] মাহফুজুর রহমান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত