বিবির বাজার যুদ্ধ, কুমিল্লা
পাকসেনারা কুমিল্লা শহরের পূর্বে বিবির বাজার এলাকায় যে ঘাঁটি গড়েছিল,মুক্তিযোদ্ধারা সে অবস্থানে প্রায়ই আক্রমণ করতো এবং তাদের ব্যতিব্যস্থ রাখত।লেঃ মাহবুব খবর পান যে,পাক সেনারা সন্ধার পর তাদের ব্যাংকারের বাহিরে আসে না।রাতে যে সব পাহারাদার থাকে তারাও বাঙ্কারের বাহিরে বের হয় না।লেল মাহবুব দু’দলে মুক্তিযোদ্ধাকে ২৪ জুন রাতে শত্রুদের বিবির বাজার ঘাটির কয়েকটি বাঙ্কার ধ্বংস করার নির্দেশ দেন।মুক্তিবাহিনীর দলটি অরন্যপুর হয়ে শত্রুদের বিবির বাজার অবস্থানের পুছনে পৌছে এবং রাত ৩টায় পাকদের অবস্থানের ভিতর অনুপ্রবেশ করে অতকিতে আক্রমণ চালায়। প্রথমেই মুক্তিযোদ্ধারা তাদের সামনের একটি বাঙ্কারে গ্রেনেড ছুড়ে মেরে ধ্বংস করে। এরপর আরোও ২/১টি বাঙ্কার ধ্বংস করে মুক্তিযোদ্ধারা সকাল হবার আগেই শত্রু অবস্থান ত্যাগ করেন।এই অতর্কিত আক্রমণে পাকসেনাদের ২১জন নিহত এবং ৭৫জন আহত হয়
[১৮] আবুল কাশেম হৃদয়
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত