বিবির হাটের যুদ্ধ, কুমিল্লা
৩০ মে সন্ধ্যা ৭টায় ইকবাল আহমেদ বাচ্চুর নেতৃত্ব ১টি ছোট গেরিলা দল বিবির বাজারে শত্রু অবস্থানের অপর আঘাত করার জন্য আসে।পাক্সেনারা তখন তাদের অবস্থানের উপর বয়সে তাদের সন্ধ্যাভোজনে ব্যস্ত ছিল।এ সময়টি সম্মন্ধে গেরিলারা আগেই খবর পায় স্থানীয় লোকদের কাছ থেকে। পাকসেনারা যখন খাওয়ার জন্য ব্যস্ত তখন বাচ্চু হটাত উপর থেকে গোলাবর্ষণ করে।এতে শত্রুদের১০জন হতাহত হয়। ঐ দিন সাড়ে ৬ টায় মুক্তিবাহিনীর মর্টার প্লাটুন সংরবিল শত্রু অবস্থানের উপর গোলাবর্ষণ করে।ফলে শত্রুদের ৬জন নিহত এবং ৭জন আহত হয়।
[১৮] আবুল কাশেম হৃদয়
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত