You dont have javascript enabled! Please enable it!

বার্মা ইস্টার্নের আরেকটি ট্রান্সফরমার অপারেশন, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল ইউনিয়ের গোদনাইলে বার্মা ইস্টার্নের অবস্থান। এখানে পাকসেনাদের একটি বড় ঘাঁটি ছিল। আগস্ট মাসে রাত ১টা ৩৫ মিনিটে খোরশেদ আলমের নেতৃত্বে জয়নাল আবেদীন,আলী হোসে,আব্দুল মতিন। আহসান কবির রঞ্জন প্রমুখ জালকুড়ি গ্রাম থেকে পায়ে হেঁটে ডিএনডি প্রজেক্টের ভেতর দিয়ে এসে এক্সপ্লোসিভ ফিট করে বার্মা ইস্টানের টান্সফরমাটি উড়িয়ে দেন।
[১১০] রীতা ভৌমিক

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত