বার কোয়ার্টার পেট্রল পাম্পে অভিযান, চট্টগ্রাম
পাকসেনাদের জ্বালানি সরবরাহে বাঁধা দেওয়ার উদ্দেশ্যে এই অভিযানের পরিচালনা করা হয়।মুক্তিযোদ্ধা লোকমান ও মাহফুজ গ্রুপের ৮/১০ জন রাত ১১টার দিকে হেঁটে বার কোয়ার্টারের কাছে ঝর্ণাপাড়ায় পৌছায়।দলটির ৩ জন পাম্পেরপ্রহরীকে অস্ত্রের মুখে বসিরে রাখে,বাকিরা রিজার্ভ ট্যাংকের ওপর বিস্ফোরক স্থাপন করেন। এরপর ১৫গজ দূর থেকে ফিউজে আগুন ধরিয়ে পুরো পাম্প পুড়িয়ে দেন।
[৫৯৭] কে এম আহসান কবীর
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত