বানিয়াচং থানা আক্রমণ, হবিগঞ্জ
অক্টবর মাসে ৫ নম্বর সেক্টরের অধীনে টেকেরঘাট সাব সেক্টরের মুক্তিযোদ্ধাদের ব্যাপক গেরিয়া তৎপরতা পরিচালনার ফলে বানিয়াচং থেকে পাকিস্থানী বাহিনীর নিয়মিত বাহিনী মৌলভীবাজার ব্রিগেড হেড কোয়াটারে চলে যায়। অত্র এলাকায় পাকিস্থানী সহযোগী শক্তিমিলিশিয়া ও বাংলার মীরজাফর রাজাকারা অবস্থান শুরু করে।৩০ নভেম্বর ৩ নম্বর সেক্টরের অধীনস্থ মুক্তিযোদ্ধারা খাগাউড়া গ্রামের রাজাকার কাম্পে আক্রমণ করে এবং কয়েকজন রাজাকার হত্যা করে।রাজাকারদের তৎপরতা বন্ধ করতে বাধ্য হয়।৫ ডিসেম্বর হতে বানিয়াচং মুক্ত হয়।তবে তখনো বানিয়াচঙ্গের মুক্তিযোদ্ধাদের কোনোরূপ তৎপরতা ছিলো না। পরে আবদুস সালাম খান বানিয়াচংয়ের প্রশাসনিক দায়িত্ব পালন করেন।
[৬৩] মাহফুজুর রহমান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত