বাগুয়ানের যুদ্ধ-১, মেহেরপুর
বাগুয়ান মেহেরপুর সদর থেকে প্রায় ১৩ কিলোমিটার দক্ষিণপূর্ব ও নাটুদা থেকে ৭ কিলোমিটার পূর্বে মানিকনগর নাটুদা সড়কের উভ্য দিকে বিস্তৃত। ১৯৭১ সালে বাগুয়ান নাটুদা রাস্তা দিয়ে সাধারণ গরুর গাড়ি দিয়ে চলাচল করত এবং এই পফই দক্ষিণ দিক নিয়ে বিভিন্ন গ্রামকে যুক্ত করত। গোপন স্নগবাদের ভিত্তিতে নায়েব সুবেদার পাটোয়ারী মুজিবনগর প্রতিরক্ষা অবস্থান থেকে একটি দল নিয়ে বাগুয়ানে ফাঁদ পাতেন। ১৯৭১ সালের ২০ মে নায়েব সুবেদার পাটোয়ারী ঐ ফাঁদে (অ্যাম্বুশে) ১৫ থেকে ১৯ জন পাকসেনা জীবন হারায়। সে সময় পাকবাহিনীর ফেলে যাওয়া ১টি জীপ, ৪টি রাইফেল, ১টি এলএমজি এবং বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার হয়।
[১০৩] রফিকুর রশীদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত