You dont have javascript enabled! Please enable it! 1971.09.11 | বাংলাবাজার যুদ্ধ, নোয়াখালী - সংগ্রামের নোটবুক

বাংলাবাজার যুদ্ধ, নোয়াখালী

১১ সেপ্টেম্বর নোয়াখালীর বেগমগঞ্জ থানা থেকে ৬ কি.মি. পশ্চিমে লক্ষীপুরে সড়কের পাশ্বস্থ বাংলাবাজার নামক স্থানে হাবিলদার জাবেদ আলীর নেতৃত্বে মুক্তিবাহিনী রাজাকার ক্যাম্প আক্রমন করে।প্রায় ৭ঘন্টা যুদ্ধের পর রজাকাররা রাতের অন্ধকারে পালিয়ে যাত।এ যুদ্ধে রাজাকার বাহিনীর ২ জন নিহত হয় ও ৭জন আহত হয়।
[৭] মোঃ জাহাঙ্গীর আলম

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত