বরজান চা বাগান অপারেশন, সিলেট
বরজান হল সিলেটের বিভিন্ন চা বাগানগুলোর মধ্যে একটি। অক্টোবর মাসের প্রথম দিকে ৩০ জন মুক্তিযোদ্ধা এই বাগানে আসে এবং রাতের আঁধারে সবার চোখ ফাঁকি দিয়ে মাইন পুঁতে রাখে। পরদিন এই পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মারা যায় পাকিস্তানী সেনা অফিসার শওকত ও তার সঙ্গীরা। মাইন মাঠির নিচে পুঁতে রেখেছিল মোঃ নুরুল হক ও মজিবুর রহমান।
[৫৫] নিবেদিতা দত্ত
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত