বড় সাদিপুর অপারেশন, নারায়ণগঞ্জ
আড়াইহাজার থানার বড় সাদিপুর মাদ্রাসায় মুক্তিযোদ্ধাদের একটি ক্যাম্প ছিল। এখানে কয়েকটি গ্রুপ একত্র অবস্থান করে। এদের মধ্যে ছিলেন সোহেলের গ্রুপ (ঝাউচার, পিরোজপুর ইউনিয়ন) আউয়ালের গ্রুপ (আনন্দবাজার, বৈদ্যেরবাজার ইউনিয়ন), মহিউদ্দিন মাহির গ্রুপ (কাচপুর ইউনিয়ন), রতন ভূঁইয়ার গ্রুপের বিশ্বনাথ চন্দ্র শীল, মঞ্জু মিয়া, শম্ভু কর্মকার, এয়াকুব প্রমুখ। নভেম্বর মাসের শেষে দুপুর দুইটা/তিনটার সময় থানা কমান্ডার মাসুদুর রহমান মাসুদ একটি রাজাকার ধরে বড় সাদিপুর ক্যাম্পে নিয়ে আসেন। রাজাকারটির হাত-পা বেঁধে একটি ঘরে আটকে রাখেন। ঘন্টাখানেক পর রাজাকারটি পালিয়ে গিয়ে পাকআর্মি ও দলবলসহ ফিরে এসে মুক্তিযোদ্ধা ক্যাম্পে আক্রমণ চালায়। সে সময় কিছু মুক্তিযোদ্ধা মাত্র ভাত খেয়ে উঠেছেন। কিছু খাচ্ছেন। কেউ খেতে বসেছেন। আকস্মিক গোলাগুলি শুরু হলে মুক্তিযোদ্ধারা বাঙ্কারে গিয়ে পজিশন নেন। ঘন্টাখানেক গোলাগুলির পর পাকআর্মিরা সেল নিক্ষেপ করলে মুক্তিযোদ্ধারা পিছু হটে যান।
[৫৯৪] রিয়াজ আহমেদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত