You dont have javascript enabled! Please enable it! ফুলছড়ি স্টিমার অপারেশন, গাইবান্ধা - সংগ্রামের নোটবুক

ফুলছড়ি স্টিমার অপারেশন, গাইবান্ধা

গাইবান্ধা জেলার ফুলছড়ি থানা। এই থানার পাশেই উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের রেলওয়ে ফেরিঘাট এই ফুলছড়ি। তাছাড়া শক্র নদীপথে এখান থেকে বিভিন্ন স্থানে আক্রমণ করত। এই উদ্দেশ্যে প্রায়ই ফুলছড়ি ঘাটে কয়েকটি নৌযান নোঙর করা থাকত। আগস্ট মাসের শেষের দিকের ঘটনা। সেখানে কয়েকটি স্টিমার ওই দিনও নোঙর করা ছিল। সেগুলো ধ্বংস করার জন্য বিশেষ নৌ প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আলমগীর, সামছু ও জিল্লু এবং অপর একজন মোট চারজনকে দায়িত্ব দেয়া হয়। স্টিমার ধ্বংস করার জন্য মূল পরিকল্পনা তৈরি করেন মাহবুব এলাহী রঞ্জু ও রোস্তম আলী। মুক্তিযোদ্ধারা অত্যন্ত সতর্কতার সাথে স্টিমারের গাঁয়ে মাইন স্থাপন করতে যায় কিন্ত তারা শক্রকে ফাঁকি দিতে পারেনি। শক্র তাঁদের দেখে তৎক্ষণাৎ ফায়ার করে। ফলে দুই মুক্তিযোদ্ধা ঘটনাস্থলে মারা যায়। পরের দিন এ লাশগুলো নদীর ভাটিতে পাওয়া যায়।

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত