You dont have javascript enabled! Please enable it! 1971.11.05 | পোড়াবাড়ি খণ্ডযুদ্ধ, টাঙ্গাইল - সংগ্রামের নোটবুক

পোড়াবাড়ি খণ্ডযুদ্ধ, টাঙ্গাইল

পোড়াবাড়ি টাঙ্গাইল জেলা সদরের সন্নিকটে অবস্থিত। এখানে পাকবাহিনী অবস্থান করত। ৫ নভেম্বর পোড়াবাড়িতে অবস্থানরত পাকবাহিনীর উপর মুক্তিবাহিনী আক্রমণ করে। পাকসেনাদের পাল্টা গুলি বিনিময়ে মুক্তিযোদ্ধারা পিছু হটতে বাধ্য হয়। দুর্ভাগ্যক্রমে একজন মুক্তিযোদ্ধা পাকসেনাদের হাতে বন্দি হয়। পোড়াবাড়িতে খণ্ডযুদ্ধ ইদ্রিস কোম্পানির হাতে তিনজন শক্রসেনা, পাঁচজন রাজাকার নিহত হয় এবং একজন রাজাকার বন্দি হয় ৫ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত আছিম, লহরের বাইদ ও রাঙামাটি ঘাঁটিতে গোলাবারুদসহ পর্যায়ক্রমে দুইশত রাজাকার আত্মসমর্পণ করে।
[৫৯৫] ফিরোজ খায়রুদ্দিন

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত