You dont have javascript enabled! Please enable it! ফটিকছড়ি চা বাগানে অভিযান, চট্টগ্রাম - সংগ্রামের নোটবুক

ফটিকছড়ি চা বাগানে অভিযান, চট্টগ্রাম

চট্টগ্রামের ফটিকছড়ি এলাকায় পাকবাহিনী ও রাজাকাররা আসার ফলে মুক্তিযোদ্ধা নেতা জামাল উদ্দিনসহ অন্যান্যরা চা বাগান অপারেশনের প্রস্তুতি নেন। প্রথমে জামাল উদ্দিন সাধারণ মানুষের ছদ্মবেশে শক্র অবস্থান সম্পর্কে নিশ্চিত হন। পড়ে ১৩/১৪ মুক্তিযোদ্ধা ৩টি গ্রুপে ভাগ হয়ে এসে চা বাগানের পূর্ব ও দক্ষিণ দিক থেকে একযোগে গুলিবর্ষণ করতে করতে চা বাগানে ঢোকে। শক্ররা আক্রমণের আকস্মিকতায় হতবিহবল হয়ে আত্মসমর্পণ করে। ৫/৬ জন রাজাকারকে গ্রেফতার করা হয় ও অনেক অস্ত্র উদ্ধার করা হয়। এটা একটি সার্থক আক্রমণ। এর ফলে জনগণের মধ্যে মুক্তিযোদ্ধাদের প্রতি আরো বেশি আস্থা সৃষ্টি হয়।
[৫৯৭] কে.এম.আহসান কবীর

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত