পুরিন্দা পাওয়ার স্টেশন অপারেশন, নারায়ণগঞ্জ
আশ্বিন মাসের মাঝামাঝি সময়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার সুইসাইড কমান্ডার নজরুল ইসলামের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা পুরিন্দা বাস স্ট্যান্ডের দক্ষিণ দিকে ব্রিজের পড়ে হাতের বাম দিকে প্রথম পাওয়ার খুঁটি অপারেশন করেন। নজরুল ইসলাম সহযোদ্ধা আব্দুল সামাদ, লাল মিয়া, মজিবরসহ ভোলাবো গ্রাম হতে জামাল মাঝির নৌকায় চড়ে পুরিন্দা বাজারের পশ্চিম দিকে ব্রিজের নিচ দিয়ে অপারেশন স্থলে পৌঁছান। খুঁটিতে এক্সপ্লোসিভ ফিট করেন। বিস্ফোরিত হয়ে খুঁটিটি পড়ে যায়। এই ৪ জন মুক্তিযোদ্ধা আবার দেবই বাজারের দক্ষিণে কাজীর বাগ গ্রামের সন্নিকটে ওয়াপদা লাইনের (১১ হাজার ভোল্ট, সিদ্ধিরগঞ্জ টু ঘোড়াশাল লাইন) বৈদ্যুতিক খুঁটি অপারেশনের সিদ্ধান্ত নেয়। তারা শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়ে নৌকাযোগে অপারেশনস্থলে যান। এক্সপ্লোসিভ ফিট করে ডেটোনেটর লাগিয়ে লম্বা করে টেনে দিয়াশলার দিয়ে আগুন ধরিয়ে দেন। বিকট শব্দে বিদ্যুতে লাইনের খুঁটিটি পড়ে বিদ্যুৎ বন্ধ হয়ে যায়।
[১১০] রীতা ভৌমিক
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত