You dont have javascript enabled! Please enable it! 1971.08.14 | পাকিস্তানের স্বাধীনতা দিবসে কোর্ট বিল্ডিং গ্রেনেড চার্জ, চট্টগ্রাম - সংগ্রামের নোটবুক

পাকিস্তানের স্বাধীনতা দিবসে কোর্ট বিল্ডিং গ্রেনেড চার্জ, চট্টগ্রাম

কোর্ট বিল্ডিং কোর্ট ছিল পাহাড়ের উপর অবস্থিত। এটি চট্টগ্রাম শহরের মধ্যস্থলে অবস্থিত। এখানে বৃহত্তর চট্টগ্রামের প্রশাসনিক ও বিচার-আচার পরিচালনা করা হতো। ক্যাপ্টেন করিম ১৪ আগস্ট সকাল ১১টার দিকে তার কোমরে গ্রেনেড গুঁজে চুপিসারে কোর্ট বিল্ডিং এ উপস্থিত হন। সুযোগ বুঝে বর্তমান মসজিদের অবস্থানের দক্ষিণ পার্শ্বে ছুঁড়ে দ্রুত সরে পড়েন। গ্রেনেড বিস্ফোরিত হলে লোকজন ভয়ে পালিয়ে যায় ও স্বাধীনতা দিবস উপলক্ষে পাকবাহিনীর সকল কর্মসূচী পালন পণ্ড হয়ে যায়।
[৫৯৭] কে.এম.আহসান কবীর

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত