পানিউমদা অপারেশন, হবিগঞ্জ
মাহবুবুর রব সাদীর পরামর্শে হবিগঞ্জের মুজিব বাহিনী নেতা মোহাম্মদ আবদুর রউফের নেতৃত্বে আ. মুকিত (মৌলভীবাজার) পানিউমদা এলাকায় একটি অপারেশন পরিচালনা করেন। মুকিত ধরা পড়েন এবং পাকবাহিনীর হাতে শহীদ হন। অবস্থা প্রতিকূলে চলে যাওয়ায় আবদুর রউফ পানিউমদার আজিমের বাড়িতে অস্ত্র লুকিয়ে রেখে তার দল নিয়ে পালিয়ে আসেন। পাক বাহিনী ঘটনা জানতে পেরে আজিমের উপর আক্রমণ করে। আজিম অকথ্য নির্যাতনের পরও মুক্তিযোদ্ধা ও তাদের রেখে যাওয়া অস্ত্রের সন্ধান পাক বাহিনীকে প্রদান করতে অস্বীকার করেন। অত্যাচার ও নিপীড়নের এক পর্যায়ে তিনি শাহাদত বরণ করেন। আজিমের বৃদ্ধ মাতাকে একা ফেলে রেখে মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ অথবা ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নেতা কোনোটাই সম্ভব ছিল না। তিনি দেশের মধ্যে থেকেই মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা করেন এবং পাকিস্তানী বাহিনী ও তাদের দোসরদের প্রতিহত করতেন। জীবনের শেষ রক্ত বিন্দু দিয়েও মুক্তিযোদ্ধাদের আমানত রক্ষায় ব্রতী হয়েছিলেন। শহীদ হয়ে একজন সত্যিকার দেশপ্রেমিকের পরিচয় দিয়েছেন।
[৬৩] মাহফুজুর রহমান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত