You dont have javascript enabled! Please enable it! 1971.09.06 | পাকিস্তানের সংহতি দিবসে স্টেশন রোডে অভিযান, চট্টগ্রাম - সংগ্রামের নোটবুক

পাকিস্তানের সংহতি দিবসে স্টেশন রোডে অভিযান, চট্টগ্রাম

চট্টগ্রাম শহরের মধ্যে নিউমার্কেট এর সামনেই স্টেশন রোডে অবস্থিত। এই স্থানে অভিযানের সময়কাল ছিল ৬ সেপ্টেম্বর, ১৯৭১। ৬ সেপ্টেম্বরকে পাকিস্তানের সংহতি দিবস হিসেবে পালন করা হয়। এই অভিযান পরিচালিত করেন গ্রুপ কমান্ডার সহ মুক্তিযোদ্ধা সৈয়দুল হক সৈয়দ ও রফিকুল ইসলাম। মূলত ৬ সেপ্টেম্বরের মিছিলে আক্রমণের পরিকল্পনা করা হয়। মুক্তিযোদ্ধারা সকাল ১১টার দিকে কোতোয়ালী মোড়ে আসেন। এখান থেকে তারা ডিসি হল, জামালখান ঘুরে আন্দর কিল্লা এসে মানুষের জমায়েত দেখতে পান। তবে এখানে হামলা ঠিক হবে না বিধায় তারা লাল দিঘি হয়ে কোতোয়ালী আসা মিছিলটির অপেক্ষায় থাকেন। এই মিছিল বিরাজউদ্দিন বাজার হয়ে স্টেশন রোডের দিকে আসতে থাকে, সাথে ১টি জিপ ও ১টি ট্রাক অর্থাৎ মিলিটারী গাড়ি ছিল। সুযোগ বুঝে এই দুটি গাড়ির মাঝখানে মুক্তিযোদ্ধারা গ্রেনেড নিক্ষেপ করেন। এই হামলায় পাকবাহিনীর অনেকে আহত হয়। সংবাদটি বিবিসিতে প্রচার করা হয়।
[৫৯৭] কে.এম.আহসান কবীর

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত