পটিয়া বাজার অপারেশন, চট্টগ্রাম
চট্টগ্রাম-কক্সবাজার সড়কের ওপর পটিয়া বাজার অবস্থিত। বাজারের পূর্ব দিকে দোহাজারী রেললাইন। পাশে ছিল মাদ্রাসা, এখানে পাকবাহিনীর সহযোগীরা অবস্থান করত। অভিযানে ৮ম ইস্টবেঙ্গল রেজিমেন্ট ও ইপিআর এর সদস্য সহ পুরো দলের দায়িত্বে ছিলেন হাবিলদার সুজা। সুফি রহমান ছিলেন স্থানীয় এক মুক্তিযোদ্ধা। তিনি সব খবর এনে দিতেন (রাজাকার ও পাকবাহিনী সম্পর্কে)। মুক্তিযোদ্ধারা ৩ ভাগে ভাগ হয়ে এই অপারেশন পরিচালনা করেন। একদল পটিয়া রেলস্টেশনে অবস্থান নেন। ২য় দল কামাল বাজারে রাজাকার ক্যাম্পে আক্রমণে অবস্থান নেন। ৩য় দল পটিয়া কলেজ থেকে প্রিন্সিপাল ধরার জন্য অবস্থান করেন। পরিকল্পনা অনুযায়ী একই সময়ে গোলাগুলি শুরু হয়। তিন দিক থেকে হামলাতে ভয়ে আধিকাংশ রাজাকার পালিয়ে যায়, ২ জন নিহত হয়। তবে ৩য় দল কলেজে ঢুকতে ব্যর্থ হয় কারণ পাক আর্মি কলেজের সামনে থেকে অনবরত গুলি করতে থাকে। পরে মুক্তিযোদ্ধারা স্থান ত্যাগ করেন।
[৫৯৭] কে. এম. আহসান কবীর
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত