You dont have javascript enabled! Please enable it! 1971.06.05 | পটিয়া রেজিস্ট্রি অফিসে অভিযান, চট্টগ্রাম - সংগ্রামের নোটবুক

পটিয়া রেজিস্ট্রি অফিসে অভিযান, চট্টগ্রাম

এবার অভিযান করা হয় চট্টগ্রামের পটিয়া থানার রেজিস্ট্রি অফিসে, যেখানে সকল প্রকার নথিপত্র-দলিল্পত্র থাকে ও জায়গা-জমি রেজিস্ট্রি করা হয়। এই অভিযান করা হয় এজন্য যে, এই সময়ে যেন কেউ অন্যায়ভাবে জায়গা-জমি দলিল করে না নিতে পারে, কাজ যেন বন্ধ থাকে। ক্যাপ্টেন করিম, কমান্ডার শামসুল ইসলাম ও শামসুদ্দিন ৫ জুন ভোররাতে এই অভিযান পরিচালনা করেন। তারা তিনটি দলে ভাগ হয়ে যান। ১ম দল ও ২য় দল অফিসের দুদিক পাহারায় থাকেন। ৩য় দল পরিকল্পনা অনুযায়ী অফিসের চালে ও দেয়ালে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন। এই অপারেশনে রাইফেল, দুটি গ্রেনেড, স্টেনগান ও এসএমজি ব্যবহার করা হয়। পরিকল্পনা অনুযায়ী রেজিস্ট্রি অফিস পুড়ে যায় ও উদ্দেশ্য সফল হয়।
[৫৯৭] কে.এম.আহসান কবীর

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত