You dont have javascript enabled! Please enable it! পটিয়া কলেজ অভিযান, চট্টগ্রাম - সংগ্রামের নোটবুক

পটিয়া কলেজ অভিযান, চট্টগ্রাম

পাকিস্তান সংহতি দিবস পালন উপলক্ষ্যে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ওবায়দুল্লাহ মজুমদার (পটিয়া কলেজের সাবেক অধ্যক্ষ) পটিয়া এসে কলেজে অবস্থান করেন। তাঁকে আক্রমণ করার উদ্দেশ্যে ঐদিনই শ্রীমাই (হাইদগাঁও) মুক্তিযোদ্ধা ক্যাম্প থেকে বিওসি রোড হয়ে মুক্তিযোদ্ধারা একটি দলের পটিয়া শহরে আসার পথে স্টেশন রোডে রাজাকারদের একটি দলের সাথে গুলি বিনিময় হয়। এ সময় পটিয়া পিটিআইতে পাকবাহিনী ক্যাম্প, জমিরিয়া মাদ্রাসায় মুজাহিদ ক্যাম্প, রাহাত আলী হাই স্কুল রাজাকার ক্যাম্প ছিল। ঐসব ক্যাম্প থেকে একযোগে আক্রমণ শুরু হলে মুক্তিযোদ্ধারা পিছু হটে তাদের পূর্বাবস্থানে ফিরে যান। অবশ্য অন্য একটি গ্রুপ তিনদিক থেকে হাবিলদার সুজা, হাবিলদার আকতার ও হাবিলদার সালামত (এরা টিএম আলী গ্রুপের দুর্ধর্ষ যোদ্ধা), টি.এম.আলী ও মোস্তাক বিল্লাহর নেতৃত্বে পাকবাহিনী ও রাজাকারদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করেন। এই অভিযানে কিছু অস্ত্রও তাদের হস্তগত হয়।
[৫৫] কে.এম. আহসান কবীর

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত