You dont have javascript enabled! Please enable it! 1971.04.08 | বাহিনী পুনর্গঠন ও প্রতিরোধ যুদ্ধ - দিনাজপুর | এ যুদ্ধে তিনজন মুক্তিযোদ্ধা দেশের জণ্যে আত্মবিসর্জন দেন - সংগ্রামের নোটবুক

৮ এপ্রিল ১৯৭১ঃ বাহিনী পুনর্গঠন ও প্রতিরোধ যুদ্ধ – দিনাজপুর

রংপুরের এসপি একজন আর্মি ক্যাপ্টেন নিয়ে রেকি করার পরপর পাকসেনারা ফিল্ড গান, আর্টিলারি ও অন্যান্য আধুনিক অস্ত্রের সাহায্যে মুক্তিযোদ্ধাদের বদরগঞ্জ প্রতিরক্ষা ব্যুহে আক্রমণ চালায়। বদরগঞ্জের পতন হয় এখানকার বাহিনী ফুলবাড়ীতে আশ্রয় নেয়। এ যুদ্ধে তিনজন মুক্তিযোদ্ধা দেশের জণ্যে আত্মবিসর্জন দেন। ক্যাপ্টেন আনোয়ার পায়ে আঘাত পান। পাকিস্তানীদের রেকির দাইত্তে থাকা ক্যাপ্টেন নিহত হয় এবং এসপি আটক হয়। ফুলবাড়িতে হাবিলদার শুক্কুরের দল আগে থেকেই ছিল এ ছাড়া এখানে বেঙ্গলের সৈন্যও ছিল। ফুলবাড়ি দিনাজপুর সড়কে সম্মিলিত দল ডিফেন্স নেয়। এখানে সুবেদার সোবহান, সুবেদার মমিনুল, সুবেদার মোয়াজ্জেমের দল বিভিন্ন অবস্থানে অবস্থান নেয়।  ভূষিরবন্দরে মুক্তিযোদ্ধাদের অবস্থানের উপর পাকবাহিনী আক্রমণ চালায়। এ যুদ্ধে ক্যাপ্টেন আশরাফের মুক্তিযোদ্ধারা পিছু হটে এবং দশ মাইল নামক স্থানে সুবেদার রবের অধীনে ডিফেন্স নেয়। বদরগঞ্জ, নীলফামারী, ভুসিরবন্দর যুদ্ধে মুক্তিযোদ্ধারা কিছু মর্টার, মেশিনগান হারায়।  এখানে এদিন বিবিসি এর মার্ক টালি, নিকোলাস টমালিন, এলান হার্ড প্রমুখ সাংবাদিকগন নিউজ কভার করেন।